শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

বয়কট শব্দের বাংলা অর্থ বয়কট [ baẏa-kaṭa ] বি. ১. বর্জন, পরিহার; প্রতিবাদস্বরূপ বর্জন (বিদেশি জিনিস বয়কট করা); ২. একঘরে করা (তাকে বয়কট করা হয়েছে)।;[ইং. boycott]।;[বয়কট্‌] (বিশেষ্য) ১ বর্জন; পরিহার; ত্যাগ (ইউরোপের মোহ কাটাতে হলে ইউরোপীয় বসন বয়কট করাই শ্রেয়-প্রথম চৌধুরী; কংগ্রেস ও মুসলীম লীগ এই কমিশন বয়কট করিয়াছিল-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ একঘরে করা। আয়ারল্যান্ডে বয়কট নামক এক ঘৃণ্য প্রশাসককে বর্জন করা থেকে এই শব্দের উদ্ভব। (তুলনীয়) মিরজাফরি। {(ইংরেজি) Boycott};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ