শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

পরান্ন শব্দের বাংলা অর্থ পরান্ন [ parānna ] বি. পরের অন্ন অর্থাত্ যে অন্নের অধিকারী বা রন্ধনকারী অন্য কেউ।;[সং. পর3 + অন্ন]।;পরান্নজীবী (-বিন্) বিণ. পরের অন্ন খেয়ে জীবনধারণ করে এমন।;পরান্নপুষ্ট বিণ. পরের অন্নে প্রতিপালিত ও পুষ্ট।;পরান্নভোজী (-জিন্) বিণ. পরান্নভোজনকারী; পরোপজীবী।;[পরান্‌নো] (বিশেষ্য) পরের অন্ন; যে অন্ন স্বোপার্জিত নয়। পরান্নজীবী (-বিন্‌) (বিশেষণ) অপরের অন্নে জীবন ধারণ করে এমন; অপরের অন্নে প্রতিপালিত। পরান্নপুষ্ট (বিশেষণ) অপরের অন্নে পরিপু্ষ্ট হয়েছে এমন; পরান্নে প্রতিপালিত। পরান্নভোজী (বিশেষণ) ১ পরের অন্ন ভোজন করে এমন। ২ পরান্নজীবী। {(তৎসম বা সংস্কৃত) পর+অন্ন}( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পর+আশ্রয়};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ