শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

নিতান্ত শব্দের বাংলা অর্থ নিতান্ত [ nitānta ] বিণ. 1 অতিশয় (নিতান্ত দুঃখ, নিতান্ত অন্যায়); 2 অতি ঘনিষ্ঠ (নিতান্ত আত্মীয়, নিতান্ত আপনার জন)।;☐ বিণ-বিণ. খুব (নিতান্ত খারাপ, নিতান্ত বদ)।;☐ ক্রি-বিণ. একান্ত, নেহাত (নিতান্তই যদি ভয় হয়, নিতান্তই যদি করতে চাও তবে কর)।;[সং. নি + তম্ + ত]।;নিতান্তপক্ষে ক্রি-বিণ. অন্তত, খুব কম হলেও, কমপক্ষে (নিতান্তপক্ষে একটা দিন সময় চাই)।;[নিতান্‌তো] (বিশেষণ) ১ অতিশয়; খুব; অধিক (নিতান্ত দুঃখ)। ২ ঘনিষ্ঠ; অতি নিকট (নিতান্ত আত্মীয়)। □ (ক্রিয়াবিশেষণ) ১ নেহাত; নেহায়েত; পক্ষে; একান্ত (নিতান্তই যদি যেতে চাও)। ২ অবশ্য (নিতান্ত যাবে দিন, এদিন যাবে-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) নি+√তম্‌+ত(ক্ত)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ