শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

তুলনা শব্দের বাংলা অর্থ তুলনা [ tulanā ] বি. ১. উপমা, সাদৃশ্য (তুলনা নেই); ২. সদৃশ ব্যক্তি বা বিষয় (‘তোমারি তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে’: রা. গু.); ৩. সাদৃশ্য নিরূপণ, অন্যের সঙ্গে পার্থক্য বা তুল্যতা নির্ধারণ (দুজনের মধ্যে তুলনা করা)। [সং. √ তুল্ + অন + আ]।;তুলনীয় বিণ. তুলনার যোগ্য, উপমেয়, তুল্য।;তুল্য বিণ. ১. তুলনার যোগ্য, তুলনীয়; ২. সদৃশ, অনুরূপ, সমান।;[সং. তুলা + য]।;[তুলোনা] (বিশেষ্য) ১ সাদৃশ্য; উপমা (তুলনা মেলে না)। ২ সদৃশ বস্তু; ব্যক্তি বা বিষয় (সে সুন্দর মুখের তুলনা একমাত্র পূর্ণচন্দ্র)। ৩ সাদৃশ্য নিরূপণ; কারও সঙ্গে সাদৃশ্য বা বৈসাদৃশ্য স্থিরীকরণ বা নিরূপণ (তুলনা করা)। ৪ দৃষ্টান্ত। তুলনীয় (বিশেষণ) তুলনার উপযুক্ত; উপমেয়। {(তৎসম বা সংস্কৃত) √তুলি্‌+অন(যুচ্‌)+আ (টাপ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ