শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

নাটক শব্দের বাংলা অর্থ নাটক [ nāṭaka ] বি. অভিনয়যোগ্য রচনা; সংলাপের আকারে রচিত সাহিত্য।;[সং. √ নট্ + অক]।;নাটকীয় বিণ. ১. নাটকসম্বন্ধীয়; ২. আকস্মিক, অস্বাভাবিক ও অপ্রত্যাশিত (নাটকীয় ঘটনা, নাটকীয় আবির্ভাব); ৩. কৃত্রিম হাবভাবপূর্ণ (নাটকীয় চালচলন; নাটকীয় ভঙ্গি)।;নাটকীয়তা বি. নাটকীয় আচরণের দ্বারা চমকসৃষ্টি।;[নাটোক্‌] (বিশেষ্য) ১ অভিনয় ‍উপযোগী রচনা; দৃশ্যকাব্য। ২ অভিনেতা। □ (বিশেষণ) নর্তক (নাচিছে নাটক গাহিছে গায়ক-ভারতচন্দ্র রায়গুণাকর)। নাটকী (স্ত্রীলিঙ্গ)। নাটকিত (বিশেষণ) নাটক আকারে রচিত। নাটকীয় (বিশেষণ) ১ নাটকোচিত; নাটকসুলভ (নাটকীয় ভঙ্গি)। ২ নাটক সম্পর্কিত। ৩ কৃত্রিম হাবভাব-যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √নট্‌+অক(ণ্বুল্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ