শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

চ্যাপটা শব্দের বাংলা অর্থ [চ্যাপটা] (বিশেষণ) ১ পিষ্ট; চাপের ফলে বিস্তৃত বা প্রসারিত; থ্যাবড়া। ২ প্রশস্ত; flat। চ্যাপটা নাক (বিশেষ্য) থ্যাবড়া নাক বা বসা নাক। চেপটানো, চেপটান (ক্রিয়া) ১ চাপ দিয়ে প্রশস্ত করা। ২ পিষ্ট বা দলিত করা। ৩ পিটিয়ে চওড়া করা। চিঁড়ে চ্যাপটা (বিশেষণ) ১ চিড়ার ন্যায় অত্যন্ত চ্যাপটা। ২ সম্পূর্ণ পিষ্ট। ৩ একেবারে নির্জীব; সম্পূর্ণ দুর্বল। মসুরি চ্যাপটা (বিশেষণ) ১ মসুর ডালের মতো চ্যাপটা। ২ পিষ্ট; দর্প চূর্ণ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) চিপিট>চিপট};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ