শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

চাপা শব্দের বাংলা অর্থ [চাপা] (ক্রিয়া) ১ চাপ দেওয়া; ভার রাখা; ভর দেওয়া (কাঁধে চাপা)। ২ ঠাসা; গাদা (চেপে ভরা)। ৩ টেপা বা পেষা (পায়ে চেপে মারা)। ৪ ঢাকা; লুকানো; গোপন করা (দুঃখ চাপা)। ৫ জোড়া; ব্যাপ্ত করা; বিস্তৃত হওয়া বা ছাওয়া (পঞ্চগৌড় চাপিয়া গৌড়েশ্বর রাজা-কৃত্তিবাস ওঝা)। ৬ আরোহন করা (গাড়িতে চাপা)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) ১ অনতিস্ফুট; অনুচ্চ ও অর্থময়; গোপন ব্যঞ্জনাপূর্ণ (আমায় দেখে চাপা হাসি হাসলেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অব্যক্ত; অস্পষ্ট (চাপা কান্না)। ৩ অবরুদ্ধ; বদ্ধ (চাপা গলা)। ৪ আচ্ছাদিত; আবৃত (ধামা চাপা)। ৫ সংকীর্ণ (চাপা গলা)। ৬ গুপ্তভাবে প্রবাহিত; অলক্ষ্যে সঞ্চরমান (চাপা অসন্তোষ, চাপা আক্রোশ)। ৭ চ্যাপটা; বসা; টোল খাওয়া (পৃথিবী উত্তর দক্ষিণে কিঞ্চিৎ চাপা)। ৮ অব্যক্ত; রুদ্ধ; অপ্রকাশিত (চাপা বেদনা)। ৯ আপন অনুভূতি বা সংবাদ প্রকাশ করে না এমন (চাপা লোক)। চাপাচাপি (বিশেষ্য) ১ পীড়াপীড়ি; বারংবার অনুরোধ। ২ ঢাকাঢাকি; গোপনতা; লুকোচুরি। ৩ ঠাসাঠাসি; ঘেঁষাঘেষি। চাপাচুপি (বিশেষ্য) ১ ঢাকাঢুকি; আবরণ; গোন করবার বিবিধ চেষ্টা (চাপাচুপি দিয়ে রাখা)। ২ পুরু আস্তরণে আচ্ছাদন বা উত্তমরূপে আবৃতকরণ। চাপা দেওয়া (ক্রিয়া) ১ আচ্ছাদিত করা; আবৃত করা। ২ গোপন করা; লুকানো। চাপা পড়া (ক্রিয়া) ১ ঢেকে যাওয়া; আবৃত হওয়া; দৃষ্টির আড়ালে পড়ে যাওয়া (নানান কাগজপত্রে চাপা পড়া)। ২ বিস্মৃত হওয়া; স্মরণাতীত হওয়া; অনুল্লেখ্য হওয়া (কথা চাপা পড়া)। ৩ পিষ্ট বা প্রোথিত হওয়া (গাড়ি চাপা পড়া, মাটি চাপা পড়া)। ৪ নিবৃত্ত হওয়া; ক্ষান্ত বা স্থগিত হওয়া (কৌতুহল চাপা পাড়)। চাপাবাজি (বিশেষ্য) মিথ্যা উক্তি দ্বারা প্রবঞ্চনা। চেপে/চাপিয়া বসা (ক্রিয়া) ১ ঠেসে বসা। ২ বহুক্ষণের জন্য বাস। ৩ জুড়ে বা এঁটে বসা; না উঠবার মতলবে বসা। ৪ পুরাদস্তুর অধিকার বা আয়ত্ত করা। চেপে যাওয়া (ক্রিয়া) গোপন করে যাওয়া। ঘাড়ে চাপা (ক্রিয়া) গলগ্রহ হওয়া। {√চাপ্‌+(বাংলা)আ};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ