শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

চাগা শব্দের বাংলা অর্থ [চাগা] (ক্রিয়া) ১ প্রবল হয়ে ওঠা; মাথা চাড়া দেওয়া; সতেজ হওয়া (আত্মসম্মানবোধ এই বয়সেই ভয়ানক রকম চাগিয়া উঠেছে-কাজী নজরুল ইসলাম)। ২ জেগে ওঠা। ৩ উদিত হওয়া। চাগানো (ক্রিয়া) ১ চাগা; চাড়া দেওয়া (স্বস্তিতে আমার রসিকতা চাগা দিয়ে উঠল-শওকত ওসমান)। ২ উসকানো; উদ্দীপ্ত করা (প্রদীপের শিখা চাগানো)। ৩ উত্তেজিত করা। ৪ জাগানো; উদ্রিক্ত করা। ৫ বাড়ানো। ৬ উঠানো বা গুটানো (আমিও চাগিয়ে কাপড়-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) তুঙ্গ>চাঙ্গ>চাগ+আ>চাগা};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ