শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

চল শব্দের বাংলা অর্থ [চল্‌] (বিশেষণ) অস্থির; চঞ্চল স্বভাবযুক্ত; চপল; চঞ্চল (চলোর্মি)। □(বিশেষ্য) প্রচলন; রেওয়াজ; দস্তুর (চল হওয়া)। চলচঞ্চল (বিশেষণ) অতিশয় চঞ্চল; অতি চপল; চপল হতে চপলতর (চল চঞ্চল চমকি ঠমকি-কাজী নজরুল ইসলাম)। চলচিত্ত (বিশেষণ) ১ চঞ্চল প্রকৃতি; চটল স্বভাব। ২ অস্থিরমতি; মনের স্থিরতা নেই এমন (চলচিত্ত ও সদসৎ পরিদেবনাবিহীন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ উদ্বিগ্ন; ব্যাকুল; বিচলিত (তিনি তাহাতে ক্ষুব্ধ বা চলচিত্ত হন না)। চলবিচল (বিশেষ্য) এদিক ওদিক; মাত্রা অতিক্রম (একটু চলবিচল হলে নিস্তার নেই)। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+অ(অচ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ