শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

গোপ শব্দের বাংলা অর্থ গোপ [ gōpa ] বি. ১. গোয়ালা জাতি; গোপালক; ২. (পৃথিবীর পালক) অর্থে) রাজা; ৩. ভূম্যধিকারী।;[সং. গো (গোরু, পৃথিবী, ভূমি) + √পা + অ]।;গোপনারী বি. গোয়ালাজাতীয়া নারী।;[গোপ্‌] (বিশেষ্য) ১ গোরক্ষক; গোয়ালা; ঘোষ। ২ গোয়ালা জাতি। ৩ রাজা; ভূপ। ৪ ভূম্যধিকারী। ৫ হিন্দুদের ঘোষ সম্প্রদায়ের ব্যক্তিদের উপাধিবিশেষ। গোপকন্যা, গোপবালা (বিশেষ্য) গোপজাতীয় কন্যা। গোপবধূ (বিশেষ্য) গোপ-পত্নী; গোপনারী। গোপবল্লভ (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত কৃষ্ণ। □ (বিশেষণ) গোপীদের প্রিয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গো+√পা+অ(ক)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ