শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

কীর্তি শব্দের বাংলা অর্থ কীর্তি [ kīrti ] বি. ১. যশ, খ্যাতি (কীর্তিমান); ২. কৃতিত্বের পরিচায়ক কার্য বা প্রতিষ্ঠান (তাজমহল শাহ্জাহানের অমর কীর্তি)।;[সং. √ কৃত্ + তি]।;কীর্তিকলাপ–বি. কৃতিত্বের পরিচায়ক কার্যাবলি।;কীর্তিবাস, কীর্তিমান (-মত্), কীর্তিমান্–বিণ. যশস্বী, বিখ্যাত।;কীর্তিস্বম্ভ–বি. মহত্ কার্যের বা মহত্ কর্মীর স্মৃতিস্তম্ভ, monument.;[কির্‌তি] (বিশেষ্য) ১ যশ; খ্যাতি; সুনাম। ২ কৃতিত্বের পরিচায়ক কাজ বা প্রতিষ্ঠান (তাজমহল শাজাহানের অমর কীর্তি)। ৩ ( ব্যঙ্গার্থ) অকাণ্ড; কাণ্ড; কুকাজ; খারাপ কাজ (তোমার ছেলের কীর্তি দেখো)। কীর্তিকর, কীর্তিজনক (বিশেষণ) প্রশংসনীয়; খ্যাতিজনক। কীর্তিকলাপ (বিশেষ্য) ১ যশোরাশি। ২ কৃতিত্বের পরিচায়ক ভালো ভালো কাজ বা প্রতিষ্ঠান। কীর্তিধ্বজা ( বিশেষ্য) যশোনিশান; গৌরব প্রকাশক পতাকা। কীর্তিনাশা (বিশেষ্য) পদ্মানদীর অপর নাম; রাজা রাজবল্লভের কীর্তি ধ্বংসকারিণী নদী। কীর্তিবাস, কীর্তিমান, কীর্তিশালী (-লিন্‌) (বিশেষণ) যশস্বী; অতিশয় খ্যাতিসম্পন্ন (কৃত্তিবাস, কীর্তিবাস তুমি -মাইকেল মধুসূদন দত্ত)। কীর্তিস্তম্ভ (বিশেষ্য) মহৎ ব্যক্তি কাজ বা ঘটনার স্মরণার্থে প্রতিষ্ঠিত স্তম্ভ; স্মারকস্তম্ভ; monument । {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃৎ+ই(ণিচ্‌)> √কীর্তি+তি(ক্তিন্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ