শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

কীর্তন শব্দের বাংলা অর্থ কীর্তন [ kīrtana ] বি. ১. গুণবর্ণনা (মহিমা কীর্তন), যশঃপ্রচার; ২. নামগান; ৩. রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গান; ৪. রাধাকৃষ্ণের লীলাবিষয়ক গানের ভঙ্গি (কীর্তনাঙ্গ গান)।;[সং. √ কৃত্ + অন]।;কীর্তক–বিণ. কীর্তনকারী।;কীর্তনাঙ্গ–বিণ. কীর্তনগানের সুরযুক্ত।;কীর্তনীয়া, (কথ্য) কীর্তনে, কীর্তুনে–বিণ. বি. কীর্তনগায়ক।;কীর্তনীয়–বিণ. কীর্তনযোগ্য; প্রচারযোগ্য।;বিণ. (স্ত্রী.) কীর্তনীয়া।;কীর্তিত–বিণ. কীর্তন করা হয়েছে এমন; সুখ্যাতির বিষয়ীভূত।;[কির্‌তন্‌] (বিশেষ্য) ১ গুণ বর্ণনা; যশ বা মহিমা প্রচার। ২ রাধাকৃষ্ণ লীলা বিষয়ক সংগীত; সংকীর্তন। ৩ গানের পদ্ধতিবিশেষ। কীর্তনাঙ্গ (বিশেষ্য) কীর্তন গানের সুর। কীর্তনিয়া, কীর্তনে (বিশেষ্য), (বিশেষণ) যারা কীর্তন করে; কীর্তন গায়ক (কীর্তনিয়ারা নানা প্রকার সুরে কীর্তন করিতেছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর); কীর্তনে বাবুদিগকে খুব যত্ন করে বসতে আসন দিন-মীর মশাররফ হোসেন)। কীর্তনীয় (বিশেষণ) ১ কীর্তনযোগ্য; বর্ণনীয়। ২ প্রচারযোগ্য। কীর্তিত (বিশেষণ) ১ প্রশংসার সঙ্গে বর্ণিত; সগৌরবে প্রচারিত। ২ খ্যাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কীর্তি+অন(ল্যুট্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ