শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

কীট শব্দের বাংলা অর্থ কীট [ kīṭa ] বি. ১. পোকা; ২. কৃমি।;[অর্বাচীন সং. √ কীট্ + অ]।;কীটঘ্ন–বিণ. কীটনাশক।;কীটজ–বিণ. কীট থেকে উত্পন্ন।;কীটদষ্ট–বিণ. পোকায় কেটে নষ্ট করেছে এমন (কীটদষ্ট বই)।;কীটপতঙ্গ–বি. পোকামাকড়; নানাবিধ কীট। কীটস্য কীট (আল.)নিতান্ত তুচ্ছ ব্যক্তি।;কীটাণু–বি. অতি ক্ষুদ্র পোকা।;কীটাণুকীট–বি. ১. ক্ষুদ্রাতিক্ষুদ্র পোকা, কীটাণুর চেয়েও ক্ষুদ্র কীট; ২. (আল.) অতি তুচ্ছ বা নগণ্য ব্যক্তি।;[কিট্‌] (বিশেষ্য) ১ পোকা। ২ কৃমি। কীটঘ্ন (বিশেষণ) কীটনাশক; পোকা নাশ করে এমন। কীটজ (বিশেষণ) কীট থেকে জাত; পোকা থেকে জন্মে এমন। কীটদষ্ট (বিশেষণ) পোকা-ধরা (বসন্তের কীটদষ্ট নধর লতিকার ন্যায়-ইসমাইল হোসেন শিরাজী)। কীট পতঙ্গ (বিশেষ্য) পোকামাকড়। কীটাণু ( বিশেষ্য) খুব ছোট পোকা যা খালি চোখে দেখা যায় না; চক্ষুর অগোচরে স্থিত অতি ক্ষুদ্র কীট। কীটাণু (বিশেষ্য) ১ কীটাণু অপেক্ষাও অতি ক্ষুদ্র কীট। ২ ((আলঙ্কারিক)) অতি নগণ্য ব্যক্তি; নিতান্ত তুচ্ছ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কীট্‌+অ(অচ্‌)};

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ