শেয়ার করুন বন্ধুর সাথে
Meaning

Call

অধ (মধ্যযুগীয় বাংলা) শব্দের বাংলা অর্থ [অর্‌ধো, অধ] (বিশেষ্য) আধা দুইভাগের একভাগ। □ (বিশেষণ) ১ আধাআধি আধা (অধ নদী গেলে পুনি বহে খর বাএ-বড়ু চণ্ডীদাস)। ২ অসম্পূর্ণ (অর্ধসমাপ্ত)। □ (ক্রিয়া বিশেষণ) আংশিকভাবে (অর্ধভুজ)। অর্ধচন্দ্র (বিশেষ্য) ১ অর্ধ প্রকাশিত চন্দ্র। ২ (ব্যাঙ্গার্থ) গলাধাক্কা (এঁরাই আবার অর্ধচন্দ্র পেরে চৌকাঠের বাইরে এসে-কাজী নজরুল ইসলাম)। ৩ এক ধরনের সেনা সমাবেশ। ৪ মুসলমানদের ধর্মীয় পতাকা (হইল উজ্জ্বল… অর্ধচন্দ্র-নবীন চন্দ্রসেন)। অর্ধচন্দ্রকার, অর্ধচন্দ্রাকৃতি (বিশেষণ) অর্ধচন্দ্রের আকৃতিবিশিষ্ট। অর্ধনারীশ্বর (বিশেষ্য) হিন্দুদের এক দেহে মিলিত হরগৌরীর যুগল মূর্তি। অর্ধনিমগ্ন (বিশেষণ) অর্ধভাগ ডুবানো আছে এমন। অর্ধনিমীলিত, অর্ধমুদ্রিত (বিশেষণ) আধ বোজা। অর্ধনির্মিত (বিশেষণ) ১ আধগড়া অর্ধেক প্রস্তুত হয়েছে এমন। ২ অসম্পূর্ণ। অর্ধপথ (বিশেষ্য) মাঝপথ। অর্ধপরিস্ফুট ( বিশেষণ) অস্পষ্ট। অর্ধবয়স্ক (বিশেষণ) মাঝবয়সী প্রৌঢ়। অর্ধাবনমিত (বিশেষণ) অর্ধনত অর্ধেক বাঁকানো (অর্ধাবনমিত দেহে রুকু করিল-কাজী ইমদাদুল হক)। অর্ধব্যক্ত (বিশেষণ) অর্ধস্ফুট অস্পষ্ট আধো আধো (গৃহময়ূরকন্ঠে অর্ধব্যক্ত কেকার অপরাধ আর ফুটিল না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অর্ধমুদ্রিত অর্ধনিমীলিত। অর্ধমূর্ছিত (বিশেষণ) প্রায় অজ্ঞান সামান্য জ্ঞান আছে এমন। অর্ধমূর্ছিতা (এখনও আমার সহচরী অর্ধমূর্ছিতা রহিয়াছেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অর্ধরাত্র, অর্ধরাত্রি (বিশেষ্য) মাঝরাত মধ্যরাত্র। অর্ধশত (বিশেষণ) পঞ্চাশ। অর্ধস্ফুট (বিশেষণ) অর্ধোচ্চারিত আধো আধো। {(তৎসম বা সংস্কৃত) √ঋধ্‌+অ(ঘঞ্‌) অর্ধ+অ(অচ্‌)},

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ