◆স্বপ্নে 'লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ' পড়া, বলা বা শোনার অর্থঃ ঈমান মজবুত হওয়া এবং আল্লাহর করুণা ও রহমতপ্রাপ্ত হওয়ার আলামত। ◆লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ পাঠঃ ◆অর্থঃ আল্লাহ পাকের সাহায্য ব্যতীত পাপ কাজ থেকে বিরত থাকা ও নেক কাজ করার কোনো উত্‍স নেই। ◆ফায়দাঃ ১★হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সাঃ) বলেন, "হে আবু হুরায়রা! 'লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ' অধিক পরিমানে পাঠ করবে। কেননা, ইহা জান্নাতের অমূল্য ভান্ডার।" ২★'লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ' কালেমাটি আরশের নিচে অবস্থিত জান্নাতের অমূল্য ভান্ডার। জান্নাতের ছাদ হলো আল্লাহ পাকের আরশ। ইহা পাঠের দরুন 'নেক আমল করার এবং গুনাহ হতে বিরত থাকার তাওফীক' অর্জিত হয়। এই অর্থেই ইহাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে। ৩★রাসূল (সাঃ) বলেন, "উক্ত লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ ৯৯টি রোগের ঔষধ। তন্মধ্যে সর্বনিম্ন রোগ হলো দুশ্চিন্তা বা পেরেশানী।" ৪★হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (সাঃ) বলেন, "হে আবু হুরায়রা! আমি কি তোমাকে এমন এক কালেমা শিখিয়ে দেবো না, যাহা আরশের নিচে অবস্থিত জান্নাতের অমূল্য ভান্ডার। উহা হলো, লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহ। বান্দা যখন এই বাক্য পাঠ করে, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা নাফরমানী ছেড়ে দিয়ে আমার অনুগত হয়েছে এবং তার সকল বিষয় আমার উপর অর্পণ করেছে।" ৫★দেখুন, ইহা আল্লাহ পাকের কত বড় নিয়ামত, বান্দা দুনিয়ার বুকে এই কালেমা পাঠ করতেছে আর আল্লাহ পাক আরশে আজীমে ফেরেশতাদের সামনে তাহার আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আশাকরা যায় আপনি বড় ধরনের কোন বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ