Call

১৮৬৪ সালে ম্যাক্সওয়েল আলোর তাড়িতচৌম্বক তরঙ্গ তত্ত্ব প্রদান করেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ontu

Call

অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরূ এবয় নমনীয় কাচ তন্দু। দুটি ভিন্ন ঘনত্বের কাচ সমন্বয়ে অপটিক্যাল ফাইবার তৈরী করা হয়। আলোকহনের কাজে এটি ব্যবহৃত হয়। পূণূ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তি কাজে লাগিয়েঅপটিক্যাল ফাইবার কাজ করে। টেলিফোন, টেলিপ্রিন্টার, টেলিভিশন ইত্যাদির আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পাঠানো হয়। তাছাড়া চিকিৎসকরা মানব দেহের ভিতরের কোন অংশ পর্যবেক্ষণের জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরূ এবয় নমনীয় কাচ তন্দু।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ