Jobedali

Call

ডিজিটাল প্রিপেইড মিটার এক ধরনের প্রোগ্রামযোগ্য ডিভাইস। এখানে কোম্পানি থেকেই অনেকগুলো প্রোগ্রাম আপ্লোড করা আছে। মিটার টি সেসব প্রোগ্রাম / নির্দেশনা মত ই কাজ করে। তাই এই ডিভাইসটিতে বিভিন্ন টাকার বিভিন্ন রেঞ্জের সাথে ২০ ডিজিটের একেকটি কোড নাম্বার জুড়ে দেয়া থাকে।

আপনার লোকাল সার্ভার যখন আপনার প্রিপেইড মিটার নাম্বার সম্পর্কে অবগত হয় তখন সে আপনাকে ঐ মিটার নাম্বার এবং আপনার টাকার পরিমাণ সংশ্লিষ্ট একটি কোড নাম্বার আপনাকে জানাবে। এই encrypted কোড নাম্বারগুলো সার্ভারেই স্টোর থাকে।

অতঃপর আপনি যখন এই কোড নাম্বারটি মিটারে ইনপুট দিবেন তখন মিটারে প্রোগ্রাম করে রাখা কোডের সাথে ইনপুট এর কোডটি যখন মিল খাবে তখন আপনার ডিভাইস এ সেই কোড সংশ্লিষ্ট টাকা মজুদ হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ