Jobedali

Call

Active একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সক্রিয়। Component শব্দের বাংলা অর্থ হচ্ছে উপাদান। একটিভ কম্পোনেন্ট হচ্ছে সক্রিয় উপাদান। যেহেতু ইলেকট্রনিক্স এ বিভিন্ন ডিভাইস ব্যবহার করা হয় তাই এটা হবে সক্রিয় ডিভাইস।

Passive শব্দের বাংলা অর্থ নিষ্ক্রিয় / জড়। নিচে আমরা একটিভ কম্পোনেন্ট ও প্যাসিভ কম্পোনেন্ট এর পার্থক্য তুলে ধরেছি।

নির্ভর করেএকটিভ কম্পোনেন্টপ্যাসিভ কম্পোনেন্ট
প্রাকৃতিক সোর্সের উপর নির্ভর করেযে সকল ডিভাইস সার্কিটে পাওয়ার / এনার্জি প্রদান করে থাকে তাদেরকে একটিভ কম্পোনেন্ট বলে।যে সকল কম্পোনেন্ট এনার্জি প্রদান করতে পারে না কিন্তু জমা রাখতে পারে বা সার্কিটের পাওয়ারকে কাজে লাগায় সেগুলোই প্যাসিভ কম্পোনেন্ট।
উদাহরণব্যাটারি, ডায়োড, ট্রানজিস্টর, অপ-এম্প ইত্যাদি।রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর ইত্যাদি।
কাজভোল্টেজ কিংবা কারেন্ট ফর্মে এনার্জি উৎপাদন করে।ভোল্টেজ কিংবা কারেন্ট ফর্মে এনার্জি জমা রাখে।
পাওয়ার গেইনএটি পাওয়ার গেইন সরবরাহ করতে পারে।এটিও পাওয়ার গেইন সরবরাহ করতে পারে।
কারেন্টের প্রবাহএকটিভ কম্পোনেন্ট কারেন্টকে কন্ট্রোল করতে পারে।প্যাসিভ কম্পোনেন্ট কারেন্টকে কন্ট্রোলে করতে পারে না।
বাহ্যিক সোর্স প্রয়োজনঅপারেশনের জন্য বাহ্যিক সোর্সের প্রয়োজন হয়।অপারেশনের জন্য বাহ্যিক সোর্সের প্রয়োজন নেই।
প্রাকৃতিক শক্তি অনুসারেএকটিভ কম্পোনেন্ট এনার্জি দিয়ে থাকে।প্যাসিভ কম্পোনেন্ট এনার্জি গ্রহন করে থাকে।


 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ