শেয়ার করুন বন্ধুর সাথে

৮৭লাখ ৫১হাজার ৯৩৭হেক্টর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Aminul1110

Call

পণ্য বিনিময় হচ্ছে , যখন কোন ব্যক্তি তাঁর একটি পণ্য অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমপরিমান মূল্যের কোন পণ্যের সাথে নিজেদের পণ্য স্বেচ্ছায় বিনিময় করে তখন তাকে পণ্য বিনিময় বলে। কোন একটা সময় যখন টাকার প্রচলন শুরু হয়নি তখন পণ্য বিনিময়ের প্রথা চালু ছিল যেটা ইংরেজিতে বলা হত " Barter Economy" . তবে বাংলাদেশের বর্তমান অর্থনীতি , মাথাপিছু আয় এবং উচ্চ মুস্রাস্ফিতি , পণ্য বিনিময়ের প্রয়োজনীয়তা আবার সৃষ্টি করেছে । কারন বর্তমানে মানুষের আয়ের তুলনায় মুদ্রাস্ফীতি বেশী আবার অনেক এমন পণ্য আছে যেগুলো মানুষ বিক্রয় করে টাকা প্রাপ্তির চেয়ে , পণ্য বিনিময় করে অন্য কোন পণ্য প্রাপ্তির আশা করে । কারন মানুষের রুচির প্রতিনিয়ত পরিবর্তন হয় এবং যার ফলে নিজেদের একঘেয়ামিবোধ কাটাতে অনেকেই নিজের কাছে থাকা পণ্যটি অন্য কোন পণ্যের সাথে বিনিময় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন । আর বাংলাদেশে প্রথম এই সেবাটি চালু করেছে " Sheba Binimoy" / "সেবা বিনিময়" ।  চাইলে আপনি আপনার কাছে থাকা সব বিরক্তকর পণ্যগুলো এখানে পাবলিশ করে , অন্য কোন পণ্যের সাথে আপনার পণ্যটি খুব সহজেই বিনিময় করতে পারবেন । তাই ঘুরে আসুন আজই সেবা বিনিময় অনলাইন প্লাটফর্মে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ