Call

মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।

 ,

সর্বশক্তিমান আল্লাহ বলেছেন- ‘তিনি সেই জাতির উন্নতিতে সাহায্য করেন না, যে জাতি নিজেকে সাহায্য করে না।’ যেকোনো ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের উন্নতির পূর্বশর্ত হলো নিয়মতান্ত্রিকভাবে পরিশ্রম করা। সুপ্রাচীন কালেই মানুষ অনুধাবন করতে সমর্থ হয়েছিল যে, পরিশ্রমের সঙ্গে ধনের, এবং আলস্যের সঙ্গে দারিদ্রের নিবিড় সম্পর্ক রয়েছে। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি সফল। উন্নয়নের জন্য সংক্ষিপ্ত কোন পথ নেই। অলস, কর্মবিমুখ ব্যক্তিরা সর্বদাই নিয়তিকে আঁকড়ে ধরে বসে থাকে কোনো পরিশ্রম না করেই। ফলে তারা কিছুই পায় না এবং তাদের জীবনে নেমে আসে দুঃখ-যন্ত্রণা। ইতিহাসের দিকে তাকালে এর অনেক উদাহরণ পাওয়া যায়। বাংলাদেশের মানুষ- বৃহত্তরভাবে ভারতবর্ষের মানুষ আরাম-আয়েশ পছন্দ করে। এরা অধিকাংশ শ্রমবিমুখ, আড্ডাবাজ ও আমুদে। তাই এ অঞ্চলে তেমন কোন উন্নয়ন বা অগ্রগতি হয়নি। সে তুলনায় ইউরোপ-আমেরিকার মানুষ অনেক বেশি পরিশ্রমী, অনেক বেশি কষ্টসহিষ্ণু। তাই তারা এত উন্নতি লাভ করেছে। এশিয়ার জাপানিরা সবার চেয়ে এগিয়ে আছে এই কারণে যে, তারা অত্যন্ত পরিশ্রমী। যেকোনো জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রথম এবং প্রধান শর্ত হলো নিজ নিজ কাজে পরিপূর্ণ মনোনিবেশ করা। আত্মবিশ্বাস নিয়ে যথাযথ পরিশ্রমের মাধ্যমেই আসে কাক্সিক্ষত সফলতা।

শিক্ষা: পরিশ্রম হলো উন্নতির পূর্বশর্ত। তাই উন্নতি লাভের জন্য জীবনের লক্ষ্যকে বাস্তবায়নের জন্য হতে হবে কঠোর পরিশ্রমী এবং আত্মপ্রত্যয়ী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ