শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পরিসংখ্যান বিজ্ঞান না কলা - এই প্রশ্নটি প্রায়শ: শুনা যায়। বিজ্ঞান হলো শৃংখলাবদ্ধ জ্ঞানের সমষ্টি । ইহা আমাদের কোন বস্তুর বাস্তব অস্তিত্বের জ্ঞান দান করে। বিজ্ঞান কার্য-কারণ সম্পর্ক অনুসন্ধান করে এবং সেই অনুসন্ধানের ভিত্তিতে সাধারণীকরণ বা সমান্যীকরণে পৌঁছে । কলা হলো বিজ্ঞানের সৃষ্টি । ইহা বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগ , উপস্থাপন এবং প্রকাশ । পরিসংখ্যান একদিকে পদার্থবিদ্যা এবং রসায়নশাস্ত্রের মতো বিজ্ঞান নহে , অন্যদিকে চারুকলার ন্যায় ইহা কলাও নহে। পরিসংখ্যান বিজ্ঞান সন্দেহ নেই , তবে তা পরিসংখ্যান তত্ত্ব ও পদ্ধতিসমূহের নিজস্ব মাপকাঠিতে । পদ্ধতি এবং তত্ত্ব প্রয়োগের পরিণতির দিক থেকে পরিসংখ্যান কলাও বটে। পরিসংখ্যানের পদ্ধতিগুলি বিশৃংখল রাশিকৃত উপাত্তের তাৎপর্য বিশ্লেষণের জন্য আমাদের হাতে প্রণালীবদ্ধ উপায় বা উপকরণ তুলে দেয়। এই সব পদ্ধতি অন্যান্য বিজ্ঞানের ক্ষেত্রে নিয়ম-কানুন উদ্ভাবনেও সাহায্য করে। পরিসংখ্যানিক পদ্ধতিসমূহ প্রয়োগের ফলে আমরা কতগুলি সিদ্ধান্তে উপনীত হতে পারি এবং সেসব সিদ্ধান্তের উপস্থাপন এবং প্রকাশ -কৌশল শিল্পের পর্যায়ভূক্ত । অতএব পরিসংখ্যানকে বিজ্ঞান এবং কলা দুই-ই বলা যায়। তত্ত্ব এবং পদ্ধতিসমূহের মাপকাঠিতে ইহা বিজ্ঞান এবং সেই সব তত্ত্ব এবং পদ্ধতি প্রয়োগের ফলশ্র“তির দিক দিয়ে ইহা কলা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ