কাজী নজরুল ইসলাম কে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে    কানাডায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

সমগ্রান্তিক উপযোগ বিধি Law of Equimarginal Utility অথবা, মার্শালীয় উপযোগ তত্ত্ব অনুযায়ী ভোক্তার ভারসাম্য Consumer's Equilibrium According to Marshaling Utillity Analysis ভোক্তার আয় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ আয়কে ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের জন্য এমনভাবে বণ্টন করে যাতে তার উপযোগ সে হয়। উপযোগ সর্বোচ্চ তথা ভারসাম্যাবস্থা নির্ধারণের জন্য অধ্যাপক মার্শাল সমগ্রান্তিক উপযোগ বিধি প্রদান করেছেন। তা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি থেকে উদ্ভূত। এক্ষেত্রে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যার জন্য নিম্নোক্ত অনুমিত শর্তগুলো প্রযোজ্য ৪। উপযোগ ও এ সকল সমালে ১। ভোক্তার আচরণ যুক্তিযুক্ত, ২। আর্থিক আয় সীমাবদ্ধ, ৩। দ্রব্যের দাম সম্পর্কে সচেতন, ৪। ভোক্তার নির্দিষ্ট আয় বিভিন্ন দ্রব্যের মধ্যে বণ্টন সম্ভব, ৫। নির্দিষ্ট সময়ে ভোক্তার অভাব স্থির ও ৬। দ্রব্য মূল্য প্রদর সমগ্রান্তিক উপযোগ বিধি অনুযায়ী ভোক্তা প্রতিটি দ্রব্য সে পরিমাণ ক্রয় করে যেখানে দ্রব্যটির প্রান্তিক উপযোগ ও দাম পরস্পর সময় হয়। ফলে উপযোগ সর্বোচ্চ হয়। সুতরাং ভারসাম্যাবস্থায় ভোক্তা বিভিন্ন দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে এমনভাবে অর্থ বণ্টন করে যাতে দ্ভিাসমান প্র দ্রব্যের প্রান্তিক উপযোগ ও দামের অনুপাত সমান হয় এবং একই সাথে তা অর্থের প্রান্তিক উপযোগের (A) সমান হয় ভোক্তার ভারসাম্যের শর্ত হলো : =A। এখানে তিনটি দ্রব্য x, y এবং zও P = দাম এবং A = অর্থের প্রান্তিক উপযোগ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ