শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আঁইশ (Scale) বা স্কিউট (Scute) দ্বারা আবৃত শুষ্ক ও শৃঙ্গায়িত (Horny) ত্বক এবং নখযুক্ত পাঁচ আঙ্গুল বিশিষ্ট চতুষ্পদী শীতল রক্ত বিশিষ্ট প্রাণী যারা বুকের উপর ভর দিয়ে চলে (ইংরেজি Crawling এবং ল্যাটিন Reptilis) এবং স্থলে ডিম পাড়ে তাদের সরীসৃপ প্রাণী (Reptile or Reptilian) বলে। যেমন- কুমির, কচ্ছপ, সাপ, ডাইনোসর, টিকটিকি ইত্যাদি। সরীসৃপ প্রাণীর দলকে সরীসৃপ (Reptiles) বলে।    

এদের মধ্যে অনেক বৈচিত্র্য ও ব্যতিক্রমধর্মী প্রজাতি বা দল দেখতে পাওয়া যায়। যেমন – অধীকাংশ সরীসৃপ চতুস্পদী হলেও সাপে পা অনুপস্থিত। স্থল ও জল উভয় স্থানেই এদের দেখতে পাওয়া গেলেও কিছু ব্যতিক্রম ব্যতিত সকলেই স্থলে ডিম পাড়ে। কতিপয় সাপ সরাসরি বাচ্চা প্রসব করে তবে তা স্থলেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ