শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আঙ্গুলী পোনা বা চারা পোনা (Fingerlings) বলতে মানব আঙ্গুলের সমান আকার বিশিষ্ট মাছের পোনাকে বোঝায়।রুই জাতীয় মাছের ক্ষেত্রে ধানী পোনা পরবর্তী অবস্থা থেকে ১২ সেন্টিমিটার পর্যন্ত আকারের পোনা আঙ্গুলী পোনা (Fingerlings) হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ দশায় পোনার পাখনা পরিপূর্ণতা পেয়ে থাকে এবং সারা দেহে আঁইশের পূর্ণতাপ্রাপ্তি ঘটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ