শেয়ার করুন বন্ধুর সাথে

Call

ধানী পোনা বলতে রেণু পোনার পরবর্তী অবস্থা হতে ১.৫-২ সেমি পর্যন্ত আকারের পোনাকে বোঝায়। এই পোনার আকার ধানের আকারের সমান হয়ে থাকে বলেই একে ধানী পোনা বলে।সাধারণত রুই জাতীয় মাছের ক্ষেত্রে ৪-৫ দিন বয়সের রেণু পোনা সঠিকভাবে লালন-পালন করলে ১০-১২ দিনের মধ্যেই ধানী পোনায় পরিণত হয়। এসব ধানী পোনা বয়সে ১৫ থেকে ১৮ দিন পর্যন্ত হয়ে থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ