শেয়ার করুন বন্ধুর সাথে

তারিখঃ ,

বরাবর, আদমজীকোর্ট, এনেক্স-১(৫মতলা), ১১৫-১২০, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

বিষয়ঃ সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও শ্রমকল্যাণ) পদের জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১৮.০১.২০১৯ইং তারিখ “দৈনিক ইত্তেফাক” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে ‘‘সহকারী ব্যবস্থাপক (প্রশাসন ও শ্রমকল্যাণ)’’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম।

প্রার্থীর নাম  

:

ময়না খাতুন

পিতার নাম

:

মোঃ ময়নুল হক

মাতার নাম 

:

মোসাঃ সালেহা খাতুন

বর্তমান ঠিকানা 

:

১৬, দণি বাসাবো (নিচতলা)

:

 পোঃ বাসাবো, থানাঃ সবুজবাগ, ঢাকা-১২১৪।

স্থায়ী ঠিকানা 

:

প্রযত্নে- মৌলভী আব্দুস সালাম

:

গ্রাম- খোজেখানী, পোঃ গোসিঙ্গা, উপজেলা- শ্রীপুর, জেলা- গাজীপুর।

নিজ জেলা 

:

গাজীপুর

জন্ম তারিখ 

:

২৭.১০.০০০০ইং

বয়স (০০.০০.০০ইং)

:

০০ বছর ০০ মাস ০০ দিন।

জাতীয়তা  

:

বাংলাদেশী।

                          শিাগত যোগ্যতা:

পরীক্ষার নাম

 বিভাগ/বিষয়

পাসের সাল

জিপিএ/শ্রেণী

বোর্ড/ বিশ্ববিদ্যালয়

এস.এস.সি

মানবিক

২০০১

৪.২৫

রাজশাহী বোর্ড

এইচ.এস.সি

মানবিক

২০০৩

৩.৯০

রাজশাহী বোর্ড

বি.এস.এস (অনার্স)

(লোক প্রশাসন)

২০০৭

২য় শ্রেণি

ঢাকা বিশ্ববিদ্যালয়

এম.এস.এস

(লোক প্রশাসন)

২০০৮

২য় শ্রেণি

ঢাকা বিশ্ববিদ্যালয়

মোবাইল নং  

:

ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার নং :৯১৮১২২২, তারিখঃ ০০/০০/০০০০ইং ব্যাংকের নাম           :পূবালী ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা।

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উলেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক

ময়না খাতুন

সংযুক্তি সমূহঃ ক) শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি। খ) চারিত্রিক সনদপত্রের কপি। গ) নাগরিকত্ব সনদপত্রের কপি। ঘ) ৩কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি। গ) জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি। ঙ) ৩০০ টাকা মূল্যের পে-অর্ডার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

চাকরির আবেদনপত্রের নমুনা:

তারিখঃ

বরাবর

প্রকল্প পরিচালক

সেকেন্ডারি এডুকেশন সেকটর ডেভেলপমেন্ট প্রজেক্ট

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

আব্দুল গনি রোড, ঢাকা-১০০০।

বিষয়ঃ ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত ০৫/০৮/২০১৪ তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে ‘সহকারী পরিদর্শক’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে নিয়োগ লাভে একজন আগ্রহী প্রার্থী হিসেবে মহোদয়ের সদয় বিবেচনার জন্য নিচে আমার যাবতীয় তথ্য সন্নিবেশ করলামঃ

নাম                      : ফাহিম ফেরদৌস পিতার নাম          : আনোয়ার হোসেন মণ্ডল মাতার নাম          : সালমা আকতার স্থায়ী ঠিকানা       : গ্রাম- শিমুলতলী, ডাকঘর- পাঁচগাঁও                               উপজেলা- শাহজাদপুর, জেলা- পাবনা। বর্তমান ঠিকানা : গ্রাম- শিমুলতলী, ডাকঘর- পাঁচগাঁও                    উপজেলা- শাহজাদপুর, জেলা- পাবনা। জন্ম তারিখ         : ২৪/০৯/১৯৮৮খ্রি.। জাতীয়তা            : বাংলাদেশী ধর্ম                       : ইসলাম শিাগত যোগ্যতা : পরীক্ষার নাম    শাখা/বিষয়  পাশের সন    ফলাফল       বোর্ড/বিশ্ববিদ্যালয় এস.এস.সি       মানবিক      ২০০৩         জিপিএ ৩.৯    রাজশাহী এইচ.এস.সি      মানবিক       ২০০৫        জিপিএ ৪.২৫   রাজশাহী বি.এ (সম্মান)    রাষ্ট্রবিজ্ঞান   ২০০৮         দ্বিতীয় শ্রেণী     জাতীয় বিশ্ববিদ্যালয় এম.এ              রাষ্ট্রবিজ্ঞান   ২০০৯        দ্বিতীয় শ্রেণী    জাতীয় বিশ্ববিদ্যালয়

 

অভিজ্ঞতা: একটি বেসরকারি সংস্থায় শাখা ব্যবস্থাপক হিসেবে ২ বছর 'কাজের বাস্তব অভিজ্ঞতা।

অতএব, মহোদয় সমীপে বিনীত আরজ, উল্লিখিত তথ্য সুবিবেচনাক্রমে আমাকে ‘সহকারী পরিদর্শক’ পদে নিয়োগ দান করে আমার শ্রম ও মেধা প্রয়োগের মাধ্যমে চাকরি করার সুযোগ দানে মর্জি হয়।

নিবেদক ....

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ