শেয়ার করুন বন্ধুর সাথে

উল্লাহ ও উদ্দিন এই দুটি স্বয়ংসম্পূর্ণ শব্দ নয়। বরং পূর্বের শব্দের সঙ্গে মিলে উচ্চারিত হয়। মূলত এই দুটি শব্দ হম- আল্লাহ الله ও আদ্দীন الدين . যেমন, নাসর+আল্লাহ= নাসরুল্লাহ। অর্থাৎ, আল্লাহর সাহায্য। তেমনি মিসবাহ+আদ্দীন= মিসবাহউদ্দিন বা মিসবাহুদ্দিন। অর্থাৎ, ধর্মের বাতি। কাউসার এর শাব্দিক অর্থ করাটা মুশকিল। এটা দ্বারা মূলত হাউজে কাউসার বোঝানো হয়ে থাকে। যা থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতদেরকে পানি পান করাবেন। জয়নাল শব্দটা আরবি زين থেকে এসেছে। এর অর্থ হল- সৌন্দর্য, সাজসজ্জা ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ