শেয়ার করুন বন্ধুর সাথে

"তারাবিহ" শব্দটির অর্থ আরাম বা বিশ্রাম করা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তারাবীহ শব্দটি আরবী তারবীহাতুন শব্দটির বহুবচন। আভিধানিক অর্থ মতে তারবীহাহ শব্দের অর্থ হলো, আরাম করে বসা, আরাম প্রদান, শান্তি করণ। পারিভাষিক অর্থে তারাবীহ নামাযে একটু বিশ্রাম গ্রহণের উদ্দেশে প্রত্যেক চার রাকাত অন্তর বসাকে তারবীহাহ বলা হয়। সে হিসেবে তারাবীহ শব্দটির অর্থ হলো, একাধিকবার আরাম করে বসা, একাধিকবার আরাম করা। আলমুনজিদ ফিললুগাহ ২৮৬, আলমু'জামুল ওয়াফী ২৭৫।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ