এই শব্দটির আক্ষ্যরিক অর্থ আমি তোমাকে ভালবাসি, কিন্তু এটার যুক্তি সংগত অর্থ কি??
Share with your friends
Call

ভালোবাসা শব্দটা মানুষের আবেগ থেকেই আসে। আবেগের সহিত আমরা যেমন বলে ফেলি, উদাহরন- এই তুই আমাদের ছেড়ে বিদেশ যাবি কেন? ভালো লাগবেনা তোর সাথে না খেলাধুলা করলে, কিভাবে থাকবো ইত্যাদি। এই যে আবেগ এটাকে, ছেলে, মেয়ে, মা, বাবা ,ভাই,বোন সবার ক্ষেত্রে তথা সার্বজনীন একটা্ই মনের কথা প্রকাশ হয় আমি তোমাকে ভালোবাসি বলার মাধ্যমে। ভালোবাসা তো কতকিছুর প্রতিই হয়। মানুষ, পশু, বস্তুর প্রতিও হয়। সেক্ষেত্রে এটি শুধুমাত্র একটা কথা বা বাক্য। এসবের ব্যাখ্যা একমাত্র যার যার মন। যা করবেন ভালোবাসার মানুষটির জন্য সবই ব্যাখ্যা। ধন্যবাদ

Talk Doctor Online in Bissoy App