মেগাসিটি অর্থ কি, ব্যাখ্যা সহ জানতে চাই?
শেয়ার করুন বন্ধুর সাথে

মেগাসিটি অর্থ কড শহর। মেগাসিটি (Megacity) বলতে সেসকল মেট্রোপলিটন এলাকাকে বোঝানো হয়, যেখানকার জনসংখ্যা ১ কোটি বা ১০ মিলিয়নের অধিক। কোনো কোনো ক্ষেত্রে জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটারে নূনতম ২০০০ জন) বিবেচনা করা হয়ে থাকে।অনেক ক্ষেত্রে একাধিক মেট্রোপলিটন এলাকার সমন্বয়ে মেগাসিটি হয়ে থাকে। ইউনিসেফের তথ্য অনুসারে, বিশ্বে মেগাসিটি আছে ২১ টি। মেগাসিটি ও জনসংখ্যা (মিলিয়ন) ১. টোকিও,জাপান (৩৬.৫) ২.দিল্লি,ভারত (২১.৭) ৩. সাও পাওলো, ব্রাজিল (২০.০) ৪.মুম্বাই, ভারত (১৯.৭) ৫.মেক্সিকো সিটি,মেক্সিকো (১৯.৩) ৬.নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র (১৯.৩) ৭.সাংহাই,চীন (১৬.৩) ৮.কোলকাতা,ভারত (১৫.৩) ৯.ঢাকা,বাংলাদেশ (১৪.৩) ১০. বুয়েন্স আয়ার্স,আর্জেন্টিনা (১৩.০) ১১.করাচি,পাকিস্তান (১২.৮) ১২.লস অ্যাঞ্জলস, যুক্তরাষ্ট্র (১২.৭) ১৩.বেইজিং,চীন (১২.২) ১৪.রিও ডি জেনেরিও,ব্রাজিল (১১.৮) ১৫.ম্যানিলা, ফিলিপাইন (১১.৪) ১৬.ওসাকা কোবে, জাপান (১১.৩) ১৭.কায়রো,মিশর (১০.৯) ১৮.মস্কো,রাশিয়া (১০.৫) ১৯.প্যারিস,ফ্রান্স (১০.৪) ২০.ইস্তাম্বুল,তুরস্ক (১০.৪) ২১.লাগোস, নাইজেরিয়া (১০.২)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ