শেয়ার করুন বন্ধুর সাথে
ফাইজা এটি আরবী শব্দ। যার অর্থ- সুতরাং যখন। একইভাবে তাসনীম শব্দটিও আরবী যার অর্থ- (বেহেশতের) সুমধুর পানীয়, সুধা, অমৃত। অনুরূপভাবে তাহিরা শব্দটিও আরবী; যার অর্থ- পবিত্র, পরিষ্কার, নির্মল, নিষ্কলুষ ইত্যাদি।

তাই আপনার নামের অর্থ দাঁড়ায়- পবিত্র সুধা সুতরাং যখন।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এ নামে কোন ধরনের সমস্যা নেই। তাই রাখতে পারেন। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • 'ফাইজা তাসনীম তাহিরা' নামের অর্থঃ
  1. ফাইজা (বিজয়িনী)।
  2. তাসনীম (বেহেশতের ঝর্ণা)।
  3. তাহিরা (পবিত্র)।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ