সম্ভবত এটি একটি চর্ম রোগের নাম,  বিস্তারিত জানতে চাই, 
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

স্ক্যাবিস খুবই সংক্রামক একটি ত্বকের সমস্যা। একে বাংলায় পাঁচড়া বলা হয়। যেকোন বয়সের যেকোন মানুষের হতে পারে এই রোগ। যদিও এই সংক্রমণ খুবই অস্বস্তিকর, তবে খুব সহজেই এর থেকে নিরাময় লাভ করা যায়। স্ক্যাবিস এর কারণ, লক্ষণ ও চিকিৎসার বিষয়ে জেনে নিই চলুন। স্ক্যাবিস হওয়ার কারণ স্ক্যাবিস ত্বকের অন্য সমস্যার মত নয়। বেশিরভাগ ত্বকের সমস্যাই হয়ে থাকে অ্যালার্জি, ভাইরাস বা জিনগত কারণে। স্ক্যাবিস হয়ে থাকে মাইট এর কারণে। সারকোপটেস স্ক্যাবি নামক আণুবীক্ষণিক জীবাণু দ্বারা হয়ে থাকে এই রোগ। এই জীবাণু মানুষের ত্বকের ঠিক নীচের অগভীর স্তরে বাস করে এবং দিনে ২-৩ টা ডিম পাড়ে। ইউ কে ন্যাশনাল হেলথ সার্ভিস এর মতে মধ্য এবং দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, উত্তর ও মধ্য অস্ট্রেলিয়া, ক্যারিবিয়ান অঞ্চল, ইন্ডিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের মধ্যে স্ক্যাবিসে আক্রান্ত হতে দেখা যায় বেশি। নার্সিং হোম, কারাগার, চাইল্ড কেয়ার ইত্যাদি স্থানগুলোতে প্রায়ই স্ক্যাবিস এর প্রাদুর্ভাব হতে দেখা যায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এটি অন্যদের মাঝে ছড়ায়। আক্রান্ত ব্যক্তির বিছানা বা কাপড় ব্যবহার করলে বা যৌন সংসর্গের মাধ্যমেও এটি একজন থেকে আরেক জনে ছড়াতে পারে। ইলিনয়েস ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ এর মতে, কারো সাথে করমর্দন করলেও এই রোগ ছড়াতে পারে। মেডিকেল অফিস অফ মেনহাটন এর প্রাইমারী কেয়ার ফিজিশিয়ান কারনিকা কাপুর বলেন, পিতামাতার থেকে এটি শিশুতে, বিশেষ করে মায়ের থেকে সন্তানের মধ্যে ছড়ায় এই রোগ। সাধারণত আক্রান্ত ব্যক্তির শরীরে এই মাইট ২৪ থেকে ৩৬ ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। সূত্রঃ লাইভ সাইন্স।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ