জানতে চাই
শেয়ার করুন বন্ধুর সাথে
Rip0N

Call

মনে করুন, আপনারা দুই ভাই। একদিন আপনার বাবা আপনার এবং আপনার ভাইয়ের জন্য দুটি হাত ঘড়ি কিনে আনলো। ঘড়ি দুটোর একটি লাল রঙের ও অপরটি কালো রঙের। কিন্তু আপনারা দুই ভাই-ই লাল রঙের ঘড়িটি কে নিতে চাইলেন। যার জন্য আপনাদের মাঝে ঝগড়া শুরু হয়ে গেল। এমতাবস্থায় আপনি ভেবে দেখলেন যে ভাই-ভাই এর মধ্যে ঝগড়া করাটা ঠিক হবে না। তাই আপনি লাল ঘড়িটি আপনার ভাইকে দিয়ে দিলেন এবং নিজে কালো ঘড়িটি নিলেন। তাহলে এখানে কে জিতলো? নিশ্চয় প্রত্যক্ষ ভাবে এখানে আপনার ভাই জিতেছে। কিন্তু পরোক্ষ ভাবে এখানে আপনি জিতেছেন। কারণ সম্পর্কটা ভালো রাখতে আপনি আপনার ভালো লাগাকে বিসর্জন দিয়েছেন। এভাবে কোন ভালো কাজের জন্য বা কোন মহৎ উদ্দেশ্যে নিজের স্বার্থ, নিজের অধিকার, নিজের পছন্দ কে বিসর্জন দেওয়াকেই বলা হয় "ছেড়ে দিয়ে জিতে যাওয়া"। আশা করি, "ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই" কথাটির অর্থ আপনি এখন বুঝতে পেরেছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ