Share with your friends
MdMostafaSk

Call

fair is foul, foul is fair. fair মানে ন্যায্য এবং foul মানে নোংরা। এখানে এই কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে, এই দুনিয়াতে ন্যায্য জিনিসটিই কখনো নোংরা, আবার নোংরা জিনিসটিই কখনো ন্যায্য।

Talk Doctor Online in Bissoy App
"fair is foul, foul is fair" - এর অর্থ হলো যাহাই ন্যায্য তাহাই অন্যায্য, যাহাই অন্যায্য তাহাই ন্যায্য।

বিশ্লেষণ: উইলিয়াম শেকসপিয়র রচিত 'ম্যাকবেথ' নাটকের মূল ভাবই হলো এই লাইনটি। নাটকের প্রাথমিক পর্যায়ে এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে ছলনার রূপক হিসেবে। অর্থাৎ, যা কিছু শুভ ঘটছে বলে মনে হচ্ছে তার সবই আসলে নাটক বা অন্যায্য। এর অন্যতম উদাহরণ ম্যাকবেথ চরিত্রটি নিজে। ম্যাকবেথ নাটকের রাজা ডানকান ম্যাকবেথকে অনুগত আদর্শ সহকারী হিসেবে বিশ্বাস করতেন। কিন্তু ম্যাকবেথ রাজা ডানকানের সেই বিশ্বাসকে ধোঁকা দেয় এবং সিংহাসনের লোভে তাকে হত্যা করে।
Talk Doctor Online in Bissoy App

'fair is foul, foul is fair' এর অর্থঃ 'যা ন‍্যায় তাই অন‍্যায়, যা অন‍্যায় তাই ন‍্যায়'। fair অর্থ ন‍্যায় আর foul অর্থ অন‍্যায়।

কথাটির অর্থঃ এই পৃথিবীতে মানব সমাজের মধ্যে 'ন‍্যায়' কখনো কখনো 'অন‍্যায়' বলে প্রকাশিত হয়, আবার 'অন‍্যায়' কখনো কখনো 'ন‍্যায়' বলে প্রকাশিত হয়। ধন‍্যবাদ।
Talk Doctor Online in Bissoy App