বিধেয় অর্থ

১. (বিশেষণ পদ) যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, কর্তব্য, করণীয়।

২. (বিশেষ্য পদ) ব্যকরণে যে বাক্যাংশে উদ্দেশ্য সম্বন্ধে কিছু বলা হয়, বাক্যের অংশবিশেষ; দর্শনে. অজ্ঞাত বিষয়, 'অনুবাদ'-এর বিপরীত।

উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয় বা কর্তা যেভাবে কাজ সম্পাদন করে তাকে বিধেয় বলে। যেমন: পড়ান। ভালো পড়ান। বাক্যের অর্থ ঠিক রেখে বিধেয় সম্প্রসারণ বসিয়ে বিধেয় ক্রিয়াকে সম্পূরক করা হয়। এরা সমাপিকা ক্রিয়ার পরেও বসতে পারে। যেমন: তিনি প্রখ্যাত ভাষাবিদ ছিলেন অথবা তিনি ছিলেন প্রখ্যাত ভাষাবিদ।

Talk Doctor Online in Bissoy App