উচ্চারন একই ধরনের হলেও বানান ভিন্ন হওয়াই অর্থ অবশ্যই ভিন্ন হবে।
শেয়ার করুন বন্ধুর সাথে
আপনার উল্লেখিত শব্দ তিনটির অর্থ যথাক্রমে ,

1) আসা= আসা শব্দটির ক্রিয়া পদ রূপে অর্থ হচ্ছে, গমন করা ।
আসা শব্দটির বিশেষণ পদ রূপে অর্থ হচ্ছে, আগত ।

2) আশা: আশা শব্দটি মূলত বিশেষ্য পদ । এর অর্থ হচ্ছে আকাঙ্খা বা ভরসা ।

3) আষা: শুধু মাত্র আষা শব্দের কোন অর্থ হয়না । এটি একটি অপূর্ণ শব্দ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ