শেয়ার করুন বন্ধুর সাথে

জান্নাতুল রচিতা নামের অর্থ হলো সঠিক বাগান।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জান্নাতুল রচিতা নামটি বোধ হয় একটি পূর্ণ নামের ভুল সংকোচন। পূর্ণ নামটি বোধ হয় জান্নাতুল ফিরদাউ রচিতা বা জান্নাতুল মাওয়া রচিতা। কারণ জান্নাতুল রচিতা কোনো নাম হয় না। রচিতা এটি একটি বাংলা শব্দ। রচয়িতা শব্দের সংকোচিত রূপ হলো রচিতা। অর্থ রচনাকারী। আর শুধু জান্নাতুল কোনো শব্দ হয় না। হয় শুধু জান্নাত হবে নয়তো জান্নাতুল ফিরদাউস বা এ জাতীয় অন্য কিছু হবে। যদি মূল নামটি জান্নাতুল ফিরদাউস রচিতা হয় তাহলে এর অর্থ হবে জান্নাতের সর্বোচ্চ শ্রেষ্ঠতম স্থান। আর রচিতা অর্থ রচনাকারী। দুটি শব্দের যৌথ অর্থপূর্ণ কোনো অর্থ হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ