তালেবান কোন ভাষার শব্দ? তালেবান শব্দের অর্থ কি ?
শেয়ার করুন বন্ধুর সাথে
ArfanAli

Call
তালেবান এসেছে আরবী তালিব শব্দ থেকে। যার অর্থ হল জ্ঞান তলবকারী, শিক্ষার্থী, ছাত্র। আরবী তালিব শব্দের সাথে ফারসী ভাষার বহুবাচনিক উপসর্গ আন/আঁ যুক্ত হয়ে হয়েছে তালিবান বা তালেবান অথবা তালেবাঁ। সুতরাং তালেবান অর্থ শিক্ষার্থীগণ, ছাত্রজনতা। এ দৃষ্টিকোণ থেকে তালেবান শব্দটি আরবী ফারসী ভাষার সমন্বিত শব্দ। শোষণমুক্ত আফগান গড়ার লক্ষে যেহেতু সে দেশের ছাত্রজনতা একটি সশস্ত্র আন্দোলন গড়ে তুলেছিল তাই সশস্ত্র সে ছাত্রবাহিনীর নাম হয়েছিল তালেবান। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ