শেয়ার করুন বন্ধুর সাথে
Atiquzzaman

Call
Facebook এর বাংলা অর্থ মুখ বই বা চেহারা বই । 

তবে Facebook কে Noun Word ও বলা যায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
আপনি হয়তো টেলিফোন ডিরেক্টরী দেখে থাকবেন। যেখানে মানুষের নাম ও টেলিফোন নাম্বার থাকে।
হাভার্ড ইউনিভার্সিটি বা আমেরিকার ইউনিভার্সিটি গুলোতে ছাত্র ছাত্রীদের ছবি ও সাধারণ তথ্য দিয়ে একটা বইয়ের মত প্রকাশ করা হয়, যেমনটা আমাদের দেশে প্রসপেক্টাসে প্রকাশ করে। এই ছবি ও সাধারণ তথ্য সম্বলিত বইকে ফেস বুক বলা হয়। হাভার্ডে freshman year book কে Freshman Facebook ও বলা হয়।
আর এ থেকেই ফেসবুকের নামকরণ। কেননা প্রথমে ফেসবুক একটা ছবি ও সাধারণ তথ্যের ডেটাবেস ছিল।

ধন্যবাদ।

সোর্সঃ quora
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ