এর অর্থ এই যে, (ক) ‘বিসমিল্লাহ’র বরকতে সেই সন্তান নেক হয়। যেহেতু মহান আল্লাহ শয়তান কে বলেছেন, “আমার (একনিষ্ঠ) বান্দাদের উপর তোমার কোন আধিপত্য থাকবে না।” (হিজরঃ ৪২) (খ) সন্তানের স্বাস্থ্যগত কোন ক্ষতি হয় না। (গ) সন্তান শিরক ও কুফুরমুক্ত হয়। (ঘ) কাবীরা গোনাহ থেকে বিরত থাকতে সক্ষম হয়। (ঙ) ঐ সহবাসে শয়তান শরীক হতে পারেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ