Internet এর বাংলা মানে কি?
Share with your friends

Internet এর বাংলা অর্থ আন্তর্জাল। আন্তর্জাল বা ইন্টারনেট (ইংরেজি : Internet ইন্টার্নেট্ ) হল সারা পৃথিবী জুড়ে বিস্তৃত, পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি বা ইন্টারনেট প্রটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ড্যাটা আদান-প্রদান করা হয়।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

(internet) এর বাংলা অর্থ হলো ভিতরেজাল। এবং (internet) এর আক্ষরিক অর্থ দাড়ায় " অন্তর্জাল"

Talk Doctor Online in Bissoy App
Call

ইন্টার(Enter) অর্থ হলো- ভিতরে। আর, নেট(Net) অর্থ হলো- জাল। এ হিসেবে এর অর্থ দাঁড়ায়- ভিতরের-জাল। অর্থাৎ, যেহেতু একটি নেটওয়ার্ক সারা বিশ্বের ভিতরে জালের মত একে অপরের সাথে সংযুক্ত, তাই একে ইন্টারনেট বা ভিতরের জাল নামে অভিহিত করা হয়। পৃথিবীর ভিতরে যেহেতু এটি জালের মত ছড়িয়ে-ছিটিয়ে পরস্পর পরস্পরের সাথে সংযুক্ত রয়েছে, তাই এর নাম ইন্টারনেট। আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App
Call

Inter অর্থ ভিতর, অভ্যন্তর, আন্তঃ ইত্যাদি। আর net অর্থ জাল। তাই আক্ষরিক ভাবে Internet অর্থ অভ্যন্তরীণজাল/ আন্তজাল। কিন্ত এর ভাবার্থ হচ্ছে তথ্যজাল। তথ্যজাল ই internet এর প্রকৃত অর্থ।

Talk Doctor Online in Bissoy App
makahjad

Call

inter অর্থ ঃ আন্তর জাতিক, অর্থ ঃ জাল। মোট কথা বিশ্ব জাল। যা পৃথিবীজুড়ে রয়েচে।

Talk Doctor Online in Bissoy App