শেয়ার করুন বন্ধুর সাথে
nbc

Call

কম্পিউটার নেটওয়ার্ক ৪ প্রকার। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

 

মালিকানা ভিত্তিতে নেটওয়ার্ক ২ প্রকার

  • প্রাইভেট নেটওয়ার্ক (Private Network)
  • পাবলিক (Public Network)

 

টপোলজির উপর ভিত্তি করে নেটওয়ার্ক প্রধানত চার প্রকারঃ

  • স্টার টপোলজি (Star Topology)
  • রিং টপোলজি (Ring Topology)
  • বাস টপোলজি (Bus Topology)
  • মেশ টপোলজি (Mesh Topology)

 

কার্যাবলির বৈশিষ্ট্যের ভিত্তিতে নেটওয়ার্ক কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে।

  • পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক (Per-to-Per Network)
  • ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক(Client Server  Network)

 

কার্যক্ষেত্রের পরিধির উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা যায়

  • লোকাল এরিয়া নেটওয়ার্ক(Local Area Network)
  • মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network)
  • ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network)

 

সুইচিং কৌশলের উপর ভিত্তি করে নেটওয়ার্কে ৩ ভাগে ভাগ করা হয়

  • সার্কিট সুইচ নেটওয়ার্ক (Circuit switched Network)
  • ম্যাসেজ সুইচ নেটওয়ার্ক (Message Switched Network)
  • প্যাকেট সুইচ নেটওয়ার্ক (Packet Switch Network)

 

নির্মান কৌশলের ভিত্তিতে নেটওয়ার্ক মূলত ২ প্রকার।

  • পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক (Point to Point Network)
  • ব্রডকাষ্ট বা মাল্টিপয়েন্ট নেটওয়ার্ক (Broadcast or Multipoint Network)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ