সরাসরি ভিডিও কলে পরামর্শ নিন
Bissoy অ্যাপ এ

হেল্প পোস্ট সোশ্যাল মিডিয়ার কল্যানে আমি একটা মেয়েকে এক বছর ধরে চিনি. ভিন্ন জেলা হওয়ায় তার সাথে এই এক বছরে আমার মোট দেখা হয়েছে ৩ বার।মেয়েটা খুবই আন্তরিক ও নরম মনের।আমি বলতেই পাগল।সারাটাদিন সে আমায় নিয়ে পড়ে থাকে।সমস্যা টা হচ্ছে সে আমায় ভাইয়ের মত দেখে এবং নিজেকে আমার ছোটবোন হিসেবে দাবী করে।প্রথম প্রথম পাত্তা না দিলেও তার রেগুলার কেয়ারিং আর মায়ায় আমি তার প্রতি উইক হয়ে পড়েছি। এখন না পারছি তাকে বলতে না পারছি ভাইয়ার ট্যাগ থেকে রিমুভ হতে। এখন আমার কি সব অস্বস্তি ঝেড়ে তাকে আমার দুর্বলতার কথা বলে দেওয়া উচিত হবে? নাকি তার জীবন থেকে সরে আসতে হবে। আমার এভাবে কন্টিনিউ করাটা দমবন্ধের মত লাগছে। প্লিজ আপনার মূল্যবান মতামত দিয়ে আমায় সাহায্য করুন আমি আর পারছিনা thanks in advanced


শেয়ার করুন বন্ধুর সাথে