ATM এর মাধ্যমে টাকা জমা দিতে হলে প্রথমে আপনার কার্ডটি CRM ম্যাশিনে দিন। তারপর কার্ডের PIN দিয়ে, Cash Deposit সিলেক্ট করে, টাকার ট্রেতে আপনার টাকা গুলো রাখুন ও Confirm করুন। এরপর ম্যাশিন আপনার টাকা গুলো গুনে কতো টাকা আছে তা আপনাকে দেখাবে। সব ঠিক থাকলে আবার Confirm করুন, টাকা জমা হয়ে যাবে। এভাবে আপনি কার্ড দিয়ে খুব সহজে আপনার টাকা একাউন্টে ডিপোজিট করতে পারবেন। এছাড়া কার্ড ছাড়া কিভাবে এটিএম-এ টাকা জমা করতে পারবেন তা জানতে দেখুন এটিএম বুথে টাকা জমা দেয়ার নিয়ম


শেয়ার করুন বন্ধুর সাথে