Call
ফুটবল খেলায় অপরাধ ও অসদাচরণের জন্য দুই ধরনের ফ্রি কিক দেয়া হয়। যথা-ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ফ্রি কিক। নিচে ইনডাইরেক্ট ফ্রি কিক দেয়ার কারণগুলো বর্ণনা করা হলো ১. গোলরক্ষক তার হাতে বল নিয়ন্ত্রণের পর খেলার মাঠে পাঠানোর পূর্বে যদি ৬ সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখে। ২. গোলরক্ষক একবার বল ছেড়ে দেয়ার পর অন্য কোনো খেলোয়াড় টাচ করার পূর্বেই পুনরায় বলটি ধরে। ৩. স্বীয় দলের খেলোয়াড় কর্তৃক ইচ্ছাকৃত কিক দেওয়া বল গোলরক্ষক হাত দিয়ে ধরলে বা স্পর্শ করলে। ৪. বল না খেলে বিপক্ষ খেলোয়াড়ের সম্মুখগতিতে বাধা দেওয়া। ৫. গোলরক্ষক বল ছুঁড়ে দেয়ার সময় তাকে বাধা দেয়া। ৬. বিপজ্জনকভাবে খেলা। ৭. ক্রিকেট খেলার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর। ] ক্রিকেট খেলার জন্ম ইংল্যান্ডে। ক্রিকেট একটি জনপ্রিয় খেলা ক্রিজ বা ক্রিগ শব্দ থেকে ক্রিকেট খেলার শুরু হয়। ক্রিজ শব্দের অর্থ বক্র/বন্ড এবং ক্রিগ শব্দের অর্থ গাছের গুড়ি। উৎপত্তির সঠিক ইতিহাস অজানা থাকলেও ধারণা করা হয় যে, রাখাল বালকের দল মেষ, গরু চড়াতে গিয়ে অবসর সময়ে ক্রিগ গাছের কাটা গোড়াতে নিশানা করত পাথর, শক্ত মাটির দলা কিংবা কোন গাছের ফল দিয়ে।
Talk Doctor Online in Bissoy App