Share with your friends
Call
ফুটবল খেলার কিছু নির্দিষ্ট আইনকানুন রয়েছে যা ফুটবল খেলার ক্ষেত্রে সারাবিশ্বেই মেনে চলা হয়। ফাউল ও অসদাচরণ সেসব আইনের একটি। এই আইন অনুযায়ী অপরাধ ও অসদাচরণের জন্য দুই ধরনের ফ্রি কিক দেওয়ার নিয়ম রয়েছে। যথা প্রত্যক্ষ ফ্রি কিক ও পরোক্ষ ফ্রি কিক। যে কিকে সরাসরি গোল করা যায় তাকে প্রত্যক্ষ ফ্রি কিক বলে। প্রত্যক্ষ ফ্রি কিক দেওয়ার কারণগুলো নিচে উল্লেখ করা হলো ১. বিপক্ষ খেলোয়াড়কে লাথি মারা বা লাথি মারার চেষ্টা করা। ২. বিপক্ষ খেলোয়াড়কে ল্যাং মারা বা ল্যাং মারার চেষ্টা করা। ৩. বিপক্ষ খোলোয়াড়ের উপর লাফিয়ে পড়া । ৪. বিপক্ষ খেলোয়াড়কে আক্রমণ বা চার্জ করা। ৫. বিপক্ষ খেলোয়াড়কে আঘাত করা বা আঘাত করার চেষ্টা করা। ৬. বিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়া। ৭. বিপক্ষ খেলোয়াড়কে বেআইনিভাবে ট্যাকল করা। ৮. বিপক্ষ খেলোয়াড়কে আটকানো বা ধরে রাখা। ৯. বিপক্ষ খোলোয়াড়কে থুথু দেওয়া। ১০. ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল ধরা (স্বীয় পেনাল্টি এড়িয়ে গোলরক্ষকের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। এসব কারণেই প্রত্যক্ষ কিক দেওয়া হয়।
Talk Doctor Online in Bissoy App