আমার স্ত্রীর বয়স ১৯, সে অনেকটা স্লিম, তেমন বেশি স্বাস্থ্যবান না, পাঁচ মাসের প্রেগনেন্সিতে তার পা ফুলে যায়, কয়েকবার ডাক্তার দেখায়, কোন টেস্ট দেয়নি, শুধু কিছু ওষুধ দেয় আর বেশি বেশি হাঁটতে বলে, এর কিছুদিন পর তার কয়েকবার খিচুনি হয়, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করালে তারা সিজার করে বাচ্চা নিয়ে ফেলতে বলে, না হলে নাকি তার ক্ষতি হবে, ৫ মাসের হওয়ায় বাচ্চা মারা যায় আর তার প্রেসার অনেক বেড়ে যায়, সিজারের পরে লাইফ সাপোর্টে রাখতে হয়, রক্তস্বল্পতার জন্য তিন ব্যাগ রক্ত দিতে হয়, এর কিছুদিন পর মোটামুটি সুস্থ হয়। ডাক্তাররা এটাকে একলাম্পশিয়া বলতেছে, গর্ভাবস্থায় মিলন করলে কি কোন সমস্যা হয়? গর্ভাবস্থায় এ রোগ কেন হয় আর এটা থেকে বাঁচার উপায় কি? আমরা আগামী দুই তিন বছর বাচ্চা নিতে চাই না, সেক্ষেত্রে কিভাবে চলতে হবে? সে আবার কনডম ব্যবহার করলে ব্যথা পাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি?
শেয়ার করুন বন্ধুর সাথে