আমার গর্ভবস্থায়১৩ তম সপ্তাহে ব্লেডিং হয় ডাক্তারের পরামর্শে কিছু ওষুধ খাই তার পরে ব্লেডিং বন্ধ হয়ে যায়। ২৮ সপ্তাহ পর্যন্ত ডাক্তার দেখাই উনি বলেন  আমার রিপোর্ট অনুযায়ী বাচ্চার ওজন এবং গ্রোথ সব ঠিকই ছিল। পরবর্তীতে আমি ৩২তম সাপ্তাহে অন্য একজন ডাক্তারকে দেখাই, উনি ১৫দিন পর আল্ট্রাসাউন্ড করাতে বলেন আমি ঐটা করার পর ডাক্তার কে রিপোর্ট দেখাই উনি রিপোর্ট দেখে বলেন বাচ্চার ওজন এবং গ্রোথ দুটোই কম আছে। আমার প্রায় ৩৬  সাপ্তাহ চলতেছিল অথচ রিপোর্টে ৩৩ সাপ্তাহ এবং বাচ্চার ওজন ২কজি ১০০ গ্রাম দেখাতেছিল। তারপর আমরা আবার অন্য একজন ডাক্তার কে দেখাই উনি আমাদের আবার আল্ট্রাসাউন্ড করাতে বলেন আমি আবার আল্ট্রা করাই রিপোর্ট দেখে ডাক্তার বলেন আমার গর্ভফুলে কিছু সমস্যার কারনে বাচ্চার ওজন এবং গ্রোথ দুটোই কম হচ্ছে।ডাক্তার চাচ্ছেন নভেম্বরের শুরুতে সিজার করাইতে অথচ আমাকে আমার প্রথম ডাক্তার বলেছেল নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে। তার পরে পরিস্থিতি অনুযায়ী সিজার করাইতে। তাছাড়া এখানে প্রথমত আমার রক্তের গ্রুপ o- এবং আমার স্বামীর রক্তের গ্রুপ B+। যেহেতু আমার বাচ্চার ওজন কম তাই আমি  এবং আমার পরিবার নভেম্বরের ২১ তারিখ পর্যন্ত  অপেক্খা করতে চাই  এবং নরমাল ডেলিভারি করাইতে চাচ্ছি। এতে আপনারা যদি কোন পরামর্শ দেন তাহলে আমি খুব উপকৃত হব। 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call
 এখন বেশি বেশি করে খাবেন। যাতে ওজন বারে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ