আাজ আমরা কথা বলব ঠোটের যত্নে করনীয় কি সে সম্পর্কে। শীতের সময় কমবেশি সবার ঠোট শুস্ক হয়ে যায়। জীবের আদ্রতা বাড়াতে জিহবা দিয়ে ঠোট ভেজানো উচিত নয়। এর ফলে ঠোট ফাটা আরো বেড়ে যেতে পারে। এ সমস্যা থেকে মুক্তি পেতে তৈলাক্ত প্রলেপ যেমন ঠোটে ভেসলিন, লিপজেল বা পেট্রোলিয়াম জেলি ইত্যাদি ব্যবহার করলে সহজেই ফাটা রোধ করে ঠোট ভালো রাখা যায়। এছাড়াও কিছু প্রকৃতিক উপায়ে ঠোট ফাটা নিয়ন্ত্রণ করা যায়।


ঠোটের যত্নে করণীয় কি

১। মধুর ব্যবহার

এই শীতে ঠোটের সুরক্ষায় মধু ব্যবহার করতে পারেন।মধু ব্যবহারে ঠোট সহজে মসৃণ হয়ে উঠে । নিয়মিত মধু ব্যবহারে ঠোট হয়ে উঠে আরও উজ্জ্বল ও প্রানবন্ত। তাছাড়া মেয়েদের পার্ট টাইম জব করার পর ঠোট গুলা অনেকটাই শুষ্ক হয়ে উঠে । তাই এই টিপসটি ফলো করতে পারেন।

২। নারিকেল তেল

নারিকেল তেল ত্বককে কোমল ও মসৃণ রাখতে সাহায্য করে। প্রতিদিন সামান্য পরিমাণে নারিকেল তেল আঙ্গুলের সাহায্য ঠোটে লাগালে ঠোটের কালো দাগ চলে যায়। তবে ব্যবহারের আগে অবশ্যই ঠোটে রুই অথবা মসৃন কোন কাপড় দিয়ে পরিস্কার করে নিতে হবে।

৩। অ্যালো ভেরা


তাজা অ্যালোভেরা জেল হাতে নিয়ে ঠোটে ব্যবহার করুন। শুকিয়ে আসলে তা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঠোটে কোমল ও মসৃণ ভাব আসবে। ঠোটে শুষ্ক ও নির্জীব লাগলে নিয়মিত পরিচর্যার পাশাপাশি এইসব প্রাকৃতিক উপাদান ব্যবহারে ঠোটে কোমলভাব ফিরিয়ে আনা যায়।


তাই আশা করছি ইনশাআল্লাহ আপনি যদি উপরোক্ত নিয়ম গুলা পালন করতে পারেন তাহলে আপনার ঠোট থাকবে প্রানবন্ত এবং উজ্জল । যদি লেখাটি আপনাদের কাছে ভাল লাগে তাহলে সোসাল মিডিয়াতে শেয়ার করে দিন । ধন‌্যবাদ।


শেয়ার করুন বন্ধুর সাথে