একাদশ দ্বাদশ শ্রেনীর একজন মানবিক শাখার ছাত্র কোন কোন বিষয় আবশ্যিক ও ঐচ্ছিক বিষয় গুলো বিস্তারিত জানতে চাই?


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

৩টি আবশ্যিক, ৩টি নৈর্বাচনিক এবং ১টি ঐচ্ছিক (ইচ্ছা করলে) বিষয় নিতে পারবে। একই বিষয় একাধিক নির্বাচন করা যাবে না
আবশ্যিক বিষয় (৩টি)
১. বাংলা (১০১-১০২)
২. ইংরেজি (১০৭-১০৮)
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(২৭৫)
নৈর্বাচনিক বিষয় (৩টি)
১. অর্থনীতি (১০৯-১১০)
২. ইসলামের ইতিহাস (২৬৭-২৬৮) /
ইতিহাস (৩০৪-৩০৫)
৪. ভূগোল ও পরিবেশ (১২৫-১২৬) /
পৌরনীতি ও সুশাসন (২৬৯-২৭০)
৪র্থ ঐচ্ছিক বিষয় (১টি)
মনোবিজ্ঞান/
গার্হস্থ্য বিজ্ঞান
যুক্তিবিদ্যা/
সমাজকর্ম/
কৃষিশিক্ষা
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ